কোমর ব্যাথা আমাদের সকলেরই কম-বেশী পরিচিত একটি সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রে অসতর্ক হাঁটাচলা, হাড়ের ক্ষয়, দীর্ঘক্ষণ বসে থাকা, ক্যালসিয়ামের অভাব ইত্যাদি কারণে কোমর ব্যথা হয়ে থাকে ।
তবে খুব সহজ কিছু ব্যায়াম রয়েছে, যা কোমর ব্যথা প্রশমনে সাহায্য করে, এমনকি ওষুধের চেয়েও ভালো ফল দেয়। এই ব্যায়াম প্রতিদিন রাতে ও সকালে বিছানায় শুয়ে শুয়ে করতে পারেন, সময় লাগবে সর্বোচ্চ ছয়-সাত মিনিট।
১. সমতল হালকা নরম বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুই পাশে রেখে দুই পা সোজা করে শুতে হবে। এরপর হাঁটু ভাঁজ না করে এক পা ওপরের দিকে তুলুন যত দূর সম্ভব। ১০ সেকেন্ড পা তুলে রাখতে হবে বা ১০ গোনা পর্যন্ত পা তুলে রাখতে পারেন। একইভাবে অপর পা ওপরে তুলুন এবং একই সময় নিন।
জেনে নিন – পুরুষাঙ্গ বড়, মোটা এবং শক্তিশালী করার বিজ্ঞানসম্মত উপায়
২.এবার একইভাবে হাঁটু ভাঁজ না করে একসঙ্গে দুই পা তুলতে হবে এবং একই সময় নিন।
৩. এবার এক হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে বুকে লাগানোর চেষ্টা করতে হবে। এভাবে ১০ সেকেন্ড পার করতে হবে। একইভাবে অপর হাঁটু বুকে লাগাতে হবে এবং একই সময় পার করুন।
৪. এবার একসঙ্গে দুই হাঁটু ভাঁজ করে দুহাতে জড়িয়ে বুকে লাগাতে হবে এবং একই সময় পার করুন।
৫. সর্বশেষ ধাপটি হলো দুই পা সোজা করে পায়ের পাতা হাত দিয়ে ১০ সেকেন্ড ধরে রাখতে হবে।
জেনে নিন, পুরুষের মেহ/ প্রমেহ/ প্রসাবে ক্ষয়/ ধাতু ক্ষয়জনিত সমস্যার শতভাগ কার্যকরী সমাধানসমূহ
এই ধাপগুলো সকালে এবং রাতে দুইবেলা অনুসরণ করার মাধ্যমে ধীরে ধীরে কোমরের প্রদাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব ।