”শারীরিক উচ্চতা”আমাদের সকলের জীবনেই অন্যতম গুরুত্বপূর্ন দৈহিক বৈশিষ্ট্য, যার উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করে একজন মানুষের স্মার্টনেস, নেতৃত্ব, গুরুত্ব, সামাজিক অবস্থান, বিবাহ, ক্যারিয়ার সহ জীবনের সফলতার অনেকাংশ – যা প্রমাণস্বরূপ আমাদের পারিপার্শ্বিক সামাজিক অবস্থা এবং জীবনযাত্রার প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রতিনিয়ত প্রতীয়মান ।
আর তাই, আমাদের সমাজের যে সকল তরুণ-তরুণীরা উক্ত গুরুত্বপূর্ন দৈহিক বৈশিষ্ট্যের অভাবজনিত সমস্যার কারনে মানসিকভাবে দুশ্চিন্তা এবং হীনমন্যতায় ভুগছেন, তাদের জন্য আমাদের আজকের এই আলোচনা, আলোচনার বিষয়বস্তু – শারীরিক উচ্চতা কম হওয়ার কারণ এবং উচ্চতা বৃদ্ধির শতভাগ কার্যকরী চিকিৎসা বিষয়ক গাইডলাইন ।
শারীরিক উচ্চতার ক্ষেত্রে বংশীয়/ জীনগত দৈহিক বৈশিষ্ট্য অনেকটা মুখ্য ভূমিকা পালন করে থাকে, যে কারণে বাবা-মা এর উচ্চতার উপর সন্তানের উচ্চতা অনেকাংশে নির্ভরশীল বলা যায় – তাই দেখা যায়, বাবা-মা এর উচ্চতা ভাল হলে সন্তানের উচ্চতা ভাল হয় এবং বাবা-মা এর উচ্চতা কম হলে সন্তানের উচ্চতা কম হয় । আবার অনেক সময় বাবা-মা এর উচ্চতা ভাল হলেও সন্তানের উচ্চতার ঘাটতি দেখা দিতে পারে, এই ক্ষেত্রে মূলত সন্তান মাতৃগর্ভে থাকা অবস্থায় মা এর পুষ্টিহীনতা / মানুষিক দুশ্চিন্তা / প্রয়োজনীয় যত্নাদির অভাব অনেকাংশে দায়ী থাকে । এছাড়া একটি মানবদেহের শারীরিক উচ্চতার ক্ষেত্রে গ্রোথ হরমোন এবং কোষের স্থিতিস্থাপকতার হার গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে থাকে, যা সক্রিয় কম হওয়ার কারণেও মানুষ খাটো / বেটে হতে পারে । পাশাপাশি শিশুকালে চাহিদামাফিক ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, লৌহ, জিংক ইত্যাদি উপাদানের ঘাটতির অভাবে হাঁড়ের বৃদ্ধি গঠনে ব্যাহত ঘটতে পারে, যার ফলশ্রুতিতে শারীরিক উচ্চতা কম হতে পারে । আর আজকাল আমাদের সমাজের তরুণ-তরুণীদের উচ্চতা বৃদ্ধিতে যে ব্যাপারটি মুলত ব্যাঘাত ঘটিয়ে থাকে, তা হল – বয়োসন্ধিকালে নিজেদের কতৃক কিছু ভুল-ত্রুটি সহ অনিয়ম মাফিক জীবনযাপন করা, যা শারীরিক বিকাশের ক্ষেত্রগুলোকে বাধাগ্রস্ত করে তোলার প্রধান অন্তরায় । পাশাপাশি ছেলেদের ক্ষেত্রে অতিরিক্ত হস্তমৈথুন এবং মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত সাদাস্রাবও বাঁধা হয়ে দাঁড়ায় শারীরিক উচ্চতার ক্ষেত্রে । এছাড়াও অল্প বয়সে মাত্রাতিরিক্ত পরিশ্রম, মানুসিক চাপ, ঘুম কম ইত্যাদি ব্যাপারগুলোও উচ্চতা বৃদ্ধি কম হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত । যদিও এই কারণগুলোই শেষ নয়, তবে উপরে উল্লেক্ষিত কারণগুলোই মূল কারণ হিসেবে অনেক সমীক্ষায় দেখা গেছে ।
জীবনযাত্রার প্রায় প্রতিটি ক্ষেত্রে সাফল্যের যাত্রাকে দ্রুত ত্বরান্বিত এবং অধিক মূল্যায়িত করে তুলতে শারীরিক উচ্চতা পরোক্ষভাবে অপরিসীম গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে । আর শারীরিক উচ্চতার অভাবজনিত সমস্যাকে কেন্দ্র করে আমাদের সমাজের যে সকল তরুন-তরুণীরা মানুষিকভাবে দুঃশ্চিন্তায় ভুগছেন, তাদের জন্য সুনামধন্য “ন্যাচারাল আয়ুর্বেদ লিঃ” নিয়ে এসেছে ‘ন্যাচারাল হাইট প্লাস’ নামক এমন এক কার্যকারী ঔষধ, যা সেবনের ৫০-৬০ দিনের মধ্যে আপনি পাবেন ২-৩ ইঞ্চি পর্যন্ত শারীরিক উচ্চতা বৃদ্ধির পূর্ণ নিশ্চয়তা ।
“ন্যাচারাল আয়ুর্বেদ লিঃ” এর তৈরিকৃত ‘ন্যাচারাল হাইট প্লাস’ প্রোডাক্টটি গবেষণালব্ধ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান এর উপযুক্ত ব্যাবহার এবং মিশ্রণ দ্বারা আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরিকৃত, যা মানবদেহের শারীরিক উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে সম্পূর্ণ শারীরবৃত্তীয় উপায়ে, তাই ‘ন্যাচারাল হাইট প্লাস’ প্রোডাক্টটি কার্যকারিতার ক্ষেত্রে আপনাকে যেমন উপহার দিতে পারে শতভাগ সন্তুষ্টি, তেমনি ইহা সেবনে নেই বিন্দু পরিমান কোন প্রকার পার্শ্ব-প্রতিক্রিয়া ।
নাম :- ‘ন্যাচারাল হাইট প্লাস’
ব্যাবহৃত উপাদান :- সম্পুর্ন প্রাকৃতিক এবং ভেষজ উপাদান ।
প্রস্তুতক্রিয়া :- আয়ুর্বেদিক ফর্মুলা অনুসারে প্রস্তুতকৃত ।
ক্রিয়া :- হাড়ের মধ্যকার মজ্জার ঘনত্ব বৃদ্ধি করে হাড়ের বৃদ্ধিসাধন, পুষ্টিকারক, ভিটামিন আয়রন ক্যালসিয়াম এর ঘাটতি দূরীকরণ, গ্রোথ হরমোন বৃদ্ধি, মিনারেল লৌহ জিঙ্ক এর অভাব পূরণ, কোষের স্থিতিস্থাপক এবং সক্রিয়তা বৃদ্ধি, হাড় মজবুতকরণ, প্রফুল্লকারক, স্মৃতিশক্তিবর্ধক ।
পার্শ্বপ্রতিক্রিয়া :- সম্পূর্ণ পার্শ্ব – প্রতিক্রিয়ামুক্ত ।
সেবনকাল :- ৫০-৬০ দিন
প্রয়োজনীয়তা :- ১ কোর্স
শারীরিক উচ্চতা বৃদ্ধিতে শতভাগ কার্যকারী “ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” এর ‘ন্যাচারাল হাইট প্লাস’ প্রোডাক্টটির বর্তমান মূল্যমান – মাত্র ২৫০০ টাকা ।
আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে খুব সহজেই “ন্যাচারাল আয়ুর্বেদ লিঃ” এর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন । প্রোডাক্টের অর্ডার নিশ্চিত করতে ( আপনার নাম + প্রোডাক্টের নাম + আপনার ঠিকানা + আপনার মোবাইল নাম্বার ) সংবলিত বার্তা পাঠিয়ে দিন আমাদের কাছে, পরবর্তীতে আমরাই আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করব আপনার নিকটে । অর্ডার নিশ্চিতকরন করতে নেই কোন প্রকার অগ্রিম পেমেন্টের ঝামেলা, অর্থাৎ ”ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ” দিচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে পূর্ণ টাকা পরিশোধ করার সু-ব্যাবস্থা । তবে উল্লেখ্য যে, পুরো বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসাবে ১০০ ( একশত ) টাকা প্রদান করতে হবে ।
ফেসবুকের মাধ্যমে অর্ডার নিশ্চিতকরণ বার্তা পাঠাতে – এখানে ক্লিক করুন
ন্যাচারাল আয়ুর্বেদা লিঃ অভিজ্ঞ ( আয়ুর্বেদিক ) ডাক্তারগনের সাথে সরাসরি আলোচনা করতে ফোন করুন উক্ত নাম্বারে – 01837-505555 / ০১৮৩৭-৫০৫৫৫৫ ( সকাল ১১ – রাত ৯ টা )
সরাসরি সাক্ষাৎ এর প্রয়োজনে – ন্যাচারাল টাওয়ার, শেখপাড়া, ভালুকা, গাজীপুর, ঢাকা ( গুগোল ম্যাপে ডায়রেকশন দেখুন )
আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা গবেষণালব্ধ বৈজ্ঞানিক উপায়ে প্রস্তুতকৃত, আর উক্ত কারনেই আমরা আমাদের প্রোডাক্টের গুনগত মান এবং কার্যকারিতা প্রদানের ব্যাপারে রাখতে পারি শতভাগ আস্থা এবং আপনাদের দিতে পারি উপযুক্ত ফলফাল প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা । আমাদের প্রোডাক্টগুলোতে ব্যাবহৃত কাঁচামাল এবং উপাদানসমূহ সম্পূর্ণ আমাদের নিজস্ব মাধ্যম দ্বারাই সংগ্রহকৃত, আর পরবর্তীতে উক্ত সংগ্রহকৃত উপাদানগুলোর ক্ষেত্র অনুযায়ী উপযুক্ত ব্যাবহার এবং গুনগত মান বজায় রেখে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আয়ুর্বেদিক ফর্মুলা অনুসরন করে পূর্ণ প্রস্তুতকরন প্রকিয়া সম্পন্ন করে ভোক্তা ও অধিকার আইনের ২(১৯)(খ) এর ধারা বলে ব্যাবহারকারীকে ভোগ করতে দেয়া হয় । সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান এর ব্যাবহার এবং উপযুক্ত নিয়ম অনুসরন দ্বারা তৈরিকৃত বিধায় আমাদের প্রোডাক্টগুলোতে কোন প্রকার পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে আমরা উল্লেখ করতে পারি ।
”ন্যাচারাল আয়ুর্বেদ লিঃ” বিগত ১২ বছরেরও অধিক সময় যাবত আস্থা এবং সফলতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ভেষজ উপাদান নিয়ে গবেষণা কাজে নিজেদের অপরিসীম অবদান রাখছে, আর সুদীর্ঘ এই পথ চলার মাঝে আমরা অর্জন করেছি লাখো অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীর অজস্র ভালোবাসা এবং বিশ্বাস, যা আমাদের উপহার দিয়েছে আয়ুর্বেদিক জগতের শীর্ষত্ব । আমরা আমাদের শীর্ষত্ব ধরে রাখতে এবং আপনাদের নিকট থেকে প্রাপ্ত ভালোবাসা এবং বন্ধনে জড়িয়ে থাকতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ।